সিলেট :: সিলেটে সকল প্রকার পণ্য পরিবহনে ৪৮ ঘন্টার পরিবহণ ধর্মঘটের সাথে একাত্মতা পোষণ করেছেন সিলেটের দক্ষিণ সুরমা ট্রান্সপোর্ট মালিক সমিতি। একই সাথে তারা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ৮ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার বাইপাস রোডস্থ আল নুর কমিউনিটি সেন্টারে সংগঠনের কার্যকরি কমিটি ও সকল ব্যবসায়ীদের এক সভা অনুষ্টিত হয়।
দক্ষিণ সুরমা ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সামছুদ্দিন বাবুধন মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী তাজরুল ইসলাম তাজুল, সহ সভাপতি মো. এনাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, প্রচার সম্পাদক মশাহিদ আলী, কোষাধ্যক্ষ মো. শিপু, নির্বাহী সদস্য আছলাম মিয়া, কালাম মিয়া, সাধারণ সদস্য ও ব্যবসায়ী রিপন আহমদ, আব্দুল মালিক, মালেক আহমদ, আব্দুল মালেক, নির্মল বাবু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটে পাথর উত্তোলন বন্ধ থাকায় ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়েছেন। গাড়ির কিস্তি পরিশোধ করতে পারছেন না। প্রায় এক বছর ধরে সিলেটের সকল পাথর কোয়ারি থেকে পাথর আহরণ বন্ধ থাকায় পাথর সংশ্লিষ্ট ১৫ লক্ষাধিক মালিক-শ্রমিক মানবেতর জীবন-যাপন করছেন। তাই বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘটের সাথে আমরা একাত্নতা পোষণ করে সকল দোকানপাট বন্ধ রেখে কর্মসূচি পালন করবো।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/ভিউ/ডিসেম্বর ০৯,২০২০