হবিগঞ্জের বাহুবলে গত ৬ দিন আগে রাস্তার পাশ দিয়ে হাঠাঁর সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা আহত হন।
আজ সোমবার ( ২৩ নভেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। সকালে পরিবারের লোকজন লাশ নিয়ে হবিগঞ্জ আসলে সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত ব্যক্তি বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের মহিবুর রহমান (৯০)। তার বাবার নাম আব্দুর নূর রহমান।
জানা যায়, গত মঙ্গলবার সকাল ৯টার দিকে মহিলা কলেজের সামনে রাস্তার পাশ দিয়ে হাটছিলেন। এ সময় দূতগতির একটি মোটরসাইকেল মহিবুর রহমানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। স্থানিয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে তাকে ঢাকা নেয়া হলে চিকিৎসাধিন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/নভেম্বর ২৩,২০২০