সিলেটবিবিসি ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামে দু’দল চোরাকারবারীর মাঝে সৃষ্ট সংঘর্ষে ইয়াকুত(৪৫) নামের এক চোরাকারবারী নিহত হয়েছে।
এ সংঘর্ষে প্রতিপক্ষের একজন গুরুতর আহত হয়েছে। তার নাম রমজান আলী(৪৮)।
সংঘর্ষে আরো ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম টেকেরঘাটে।
এলাকাবাসি ও পুলিশ জানায়, রাত প্রায় ১০ টার সময় টেকেরঘাট গ্রামের কুখ্যাত চোরাকারবারী জমসের আলীর পুত্র ইয়াকুত ও একই গ্রামের আঃ খালেকের পুত্র রমজান আলীর মাঝে চোরাচালানের মালামাল কেনা-বেচা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে।
এতে ইয়াকুত এবং রমজান গুরুতর আহত হয়। এলাকাবাসি গুরুতর আহত ইয়াকুত ও রমজানকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। ইয়াকুত হাসপাতালে পৌঁছার পূর্বেই রাজার বাজার নামক স্থানে মৃত্যু বরণ করে।
রমজানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রমজানের অবস্থা সংকটাপন্ন বলে জানা যায়।
প্রসঙ্গত, তথ্যানুযায়ী রমজান এবং ইয়াকুত ভারতে চুরি করতো। সাম্প্রতি সময়ে এরা চুরি-চামারি ছেড়ে চোরাচালানীতে যোগ দেয়। তারা স্থানীয় আসামপাড়া বাজার থেকে মটরসুটি, ছোলা, ছানার ডাল ও ইলিশ মাছ কিনে ভারতের ত্রিপুরাতে পাচার করতো।
সিলেটবিবিসি/ ৬ সেপ্টেম্বর ২০/ রাকিব