1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১০:১৩ পূর্বাহ্ন

ফাসির দৃশ্যের অভিনয়ে হবিগঞ্জে শিশুর মৃত্যু

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : সেপ্টেম্বর, ১, ২০২০, ১:২১ pm

 • প্রতিনিধি,হবিগঞ্জ :: ছয়-সাত বছরের ৪/৫ জন শিশু মিলে ঘরে স্টার জলসার অভিনয় করছিল। তাদের মধ্য থেকে এক শিশু ঘরের বৈদ্যূতিক পাখায় ওড়না প্যাচিয়ে ফাঁসির অভিনয় দেখাতে চেষ্টা করে। তবে ভূল বসত বৈদ্যূতিক পাখার সঙ্গে ওড়নাটি আটকে গিয়ে মূহুতের মধ্যেই শিশুটি পাখার সঙ্গে ঝুলতে থাকে।

  মঙ্গলবার(০১ সেপ্টেম্বর) এ ঘটনাটি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে ঘটে। নিহত শিশুর নাম পুতুলা। সে উপজেলার কালিকাপুর গ্রামের সায়েব আলীর মেয়ে।

  পুতুলার বাবা জানান, দুপুরে পুতুলা বেগম তার সমবয়সি খেলার সাথীদের নিয়ে সিনেমার অভিনয় করছিল। এমন সময় পুতুলা বেগম ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে বৈদ্যূতিক পাখার সঙ্গে ওড়না জড়িয়ে যায়। তার সঙ্গের শিশুরা চিৎকার শুরু করলে পুতুলা কে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

  মাধবপুর থানার অফিসার ইনজচার্জ(ওসি)মোঃ ইকবাল হোসেন জানান, ঘটনাটি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

   

  সিলেটবিবিসি/ ১ সেপ্টেম্বর ২০/রাকিব

   

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ