প্রতিনিধি,হবিগঞ্জ :: হবিগঞ্জে চেক ডিজঅনার মামলায় সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৮৫ লাখ টাকা জরিমানাও করা হয়। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বুধবার দুুপুরে যুগ্ম জজ আদালত (২)-এর বিচারক মো. শহিদুল আমিন এ রায় প্রদান করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবি আবুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান- হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার ‘তাবানী কনস্ট্রাকশন কোম্পানী লিমিটেডে’র জন্য জমি ক্রয় করার লক্ষ্য বর্তমান চেয়ারম্যান তাজ উদ্দিনের কাছ থেকে ৮৫ লাখ টাকা ধার নেন। এর বিপরীতে ২০১৫ সালের ৫ জানুয়ারী ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার ৮৫ লাখ টাকার চেক প্রদান করেন। ১৫ জানুয়ারী তাজ উদ্দিন টাকা তুলতে গেলে ব্যাংক চেকটি ডিজঅনার হয়। ফলে ২১ জানুয়ারী তাজ উদ্দিন একটি লিগ্যাল নেটিশ প্রেরণ করেন। লিগ্যাল নোটিশের জবাব না পেয়ে ২৬ জানুয়ারী আব্দুল আওয়াল তালুকদারকে আসামী করে যুগ্ম জজ আদালতে (২) চেক ডিজঅনারের একটি মামলার করেন। মামলায় উভয়পক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
রায় প্রদানকালে আসামী আব্দুল আওয়াল তালুকদার এজলাসে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
সিলেটবিবিসি/ ১২ আগস্ট ২০/রাকিব