সিলেটবিবিসি ডেস্ক :: নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী ও বাড়িওয়ালাসহ তিনজন খুন হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বদল মিয়াকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৪টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিলো। হইচই শুনে বাড়িওয়ালা ও আশপাশের মানুষ এগিয়ে গিয়ে দেখে ভেতরে রক্তাক্ত অবস্থায় স্ত্রী নাজমা বেগমের মরদেহ পড়ে আছে। এই সময় তাকে শান্ত করতে চাইলে বাদল মিয়া দা দিয়ে বাড়িওয়ালা তাজুল ইসলাম ও মনোয়ারা বেগমকে এলোপাথাড়ি কোপাতে থাকেন।
গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেটবিবিসি/ ১৩ সেপ্টেম্বর ২০/ রাকিব