সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ বীরশ্রী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আগামী ৬ মাসের জন্য জকিগঞ্জ উপজেলার শাখার অন্তর্ভুক্ত বীরশ্রী ইউনিয়ন কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে কিবরিয়া আহমেদ কে সভাপতি ও মেহরাজুল আশরেকীন মিনহাজ কে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমদ, সহ-সভাপতি আলতাফ হোসেন মুন্না, আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, হাবিবুল বাশার আলমগীর, নোমান আহমদ, মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাবিল আহমদ, শহিদ আহমদ, দপ্তর সম্পাদক কাজী সৌরভ হাসান, কৃষি বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক দিহান আহমদ, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক রাজন আহমদ, সমাজসেবা সম্পাদক আল বাশার তাপাদার, আইন বিষয়ক সম্পাদক লোকমান হোসেন বুলবুল, পাঠাগার সম্পাদক ওয়াহিদুর রহমান।
এদিকে কমিটি অনুমোদন হওয়ার পর বীরশ্রী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এম.আজমল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম.মাহমুদ হোসেন, সেভ দ্যা নেচার অব বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি জুনেদ আহমদ ও সাধারণ সম্পাদক আহমেদ হোসাইন তানিম।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর ৩১,২০২০