সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার সুরমা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয় বুধবার বিকালে। তবে উদ্ধার হওয়া লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, প্রথমে সুরমা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে এলাকাবাসী পৌর সদরের ভেতরের বাজার খেয়াঘাটে লাশটি রেখে পুলিশকে খবর দেন।
পরে থানা পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর ১৬,২০২০