1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ১২:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদক,কয়লা ও গরু আটক

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : অক্টোবর, ১৯, ২০২০, ১১:০১ am

 • সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক পৃথক অভিযানে চোরাই পথে আসা ভারতীয় মাদক, গরু ও কয়লা আটক করা হয়েছে।

  বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/২-এস এর নিকট, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় মদ এবং ৭,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি, একই সময়ে লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট একই উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৪,২৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

  অপরদিকে রোববার ডুলুরা বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২১২ এর নিকট, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা নামক স্থান হতে ২২ বোতল ভারতীয় বিয়ার এবং একই সময়ে আশাউড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২২/৫-এস এর নিকট সুনামগঞ্জ সদর উপজেলার রংগাচর ইউনিয়নের প্যাচাকোনা নামক স্থান হতে ২টি ভারতীয় গরু আটক করে।

  সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মো. মেসবা্হ উদ্দীন রাসেল জানিয়েছেন, আটককৃত ভারতীয় মদ, বিয়ার ও নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু ও কয়লা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর ১৯,২০২০

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ