সিলেটিবিবিসি ডেস্ক :: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমিতে হাল চাষ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার( ৮ আগস্ট) সকাল ৭টার দিকে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুর রহিম (৩৫)। তিনি উপজেলার পলাস ইউনিয়নের মাঝের হাটি গ্রামের নুর মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী জানান, শনিবার সকাল ৭টার দিকে উপজেলায় বাড়ির পাশে জমিতে হাল চাষ করতে যান ঐ কৃষক। এমন সময় বজ্রপাত হলে তিনি আহত হন। আহত অবস্থায় তাকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে হাওরে হাল চাষ করতে ঐ কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সিলেটবিবিসি/ ৮ আগস্ট ২০/রাকিব