1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
বুধবার, ১২ মে ২০২১, ০১:৪২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : অক্টোবর, ১১, ২০২০, ১১:৪৭ am

 • সুনামগঞ্জ-সিলেট সড়কের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে পৌরসভার ট্রাকের ধাক্কায় শামীম আহমেদ রনি (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
  রোববার (১১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

  নিহত শামীম ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বড়ই গ্রামের মৃত গোলে নূর আহমদের ছেলে। তিনি শহরের হাসননগর এলাকার সুলতানপুরে ১৫/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। সুনামগঞ্জ শহরে কয়েক বছর যাবৎ ব্যবসা করে আসছিলেন তিনি।

  নিহতের খালাতো ভাই সাহেব আলী বলেন, ‘স্থানীয়রা আমাকে জানিয়েছেন আমার খালাতো ভাই শামীম আহমেদ রনিকে পৌরসভার একটি ট্রাক চাপা দিয়েছে।’

  সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়েছি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে পৌরসভার ট্রাক । ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। খুব সম্ভববত এটি পৌরসভা ট্রাক নম্বর-৬।’

  তবে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘সুনামগঞ্জ পৌরসভার ট্রাক চাপা দেয়নি। একটি সিএনজিচালিত অটোরিকশা ওই মোটরসাইকেলকে চাপা দিয়েছে।’

  সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ‘আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসেছি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর ১১,২০২০

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ