শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়নের বাখরপুর বাজারে গত ২৮ অক্টোবর রাতে চুরি সংঘটিত হয়েছিল। চুরি হওয়া ভাই ভাই ভ্যারাইটিজ স্টোর নামের প্রতিষ্ঠানটি বাখরপুর বাজারের আব্দুর রাজ্জাক খানের। পরে দোকানের মালিক সিসিটিভির ফুটেজ নিয়ে শায়েস্তাগঞ্জ থানায় দেখান।
পরে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে মো. আল মামুন, পুলিশ পরিদর্শক (নি.) মো. কাওছার মাহমুদ তোরণসহ অন্যান্য অফিসারগণ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আজ রোববার (৩১ অক্টোবর) রাত ১১টায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ কুখ্যাত চোর একই গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. সেলিম মিয়া (২৯) কে শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর বাজার থেকে গ্রেপ্তার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনায় সে এবং অজ্ঞাতনামা ৪ জন চোর জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তার দেখানো মতে চোরাই যাওয়া কাঠ ফিনিশিং মেশিন ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে হাজতে প্রেরণ করা হয়েছে।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/নভেম্বর ০২,২০২০