সিলেট জেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে শনিবার (২১ নভেম্বর) নির্বাচনী তপশীল ঘোষণা করা হয়েছে। এ তপশীল অনুযায়ী ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১২ ডিসেম্বর শনিবার সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তপশীল :
১। আগামী ২৭ নভেম্বর ২০২০ খ্রি. রোজ শুক্রবার হতে ২৯ নভেম্বর ২০২০ খ্রি. রোজ রোববার পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা হতে ৫টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ।
২। ১ ডিসেম্বর ২০২০ খ্রি. রোজ মঙ্গলবার বিকাল ৩টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া।
৩। ০২ ডিসেম্বর ২০২০ খ্রি. রোজ বুধবার মনোনয়নপত্র বাছাই।
৪। ০৩ ডিসেম্বর ২০২০ খ্রি. রোজ বৃহস্পতিবার বিকাল ৩টা হতে ৬টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার।
৫। ০৪ ডিসেম্বর ২০২০ খ্রি. রোজ শুক্রবার সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
৬। ১২ ডিসেম্বর ২০২০ খ্রি. রোজ শনিবার বেলা ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ এবং ভোটগ্রহণ শেষে গণনা ও ফলপ্রকাশ।
মনোনয়নপত্র : প্যানেল মনোনয়নপত্র : ৩,০০০/- (তিন হাজার টাকা), একক মনোনয়নপত্র : ১,৫০০/- (এক হাজার পাঁচশত টাকা) মনোনয়নপত্রের মূল্য পরিশোধ সাপেক্ষে নির্ধারিত তারিখে উল্লেখিত সময়ে ক্লাব কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/ভয়েস/নভেম্বর ২১,২০২০