নিজস্ব প্রতিবেদক :: সিলেটে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১০০ জন করোনা শনাক্ত হয়েছে। ফলে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৯০ জন। নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১০৪ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০৭ জন ও মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪২৩ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে শনাক্ত ১০০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৫০ জন ও সুনামগঞ্জে ১৮ জন। হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ২১ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে জেলায় সর্বাধিক ৪০ জন রোগী সুস্থ হয়েছেন। মৌলভীবাজারে জয় করেছেন ১০ জন। সুনামগঞ্জে ২৯ জন ও হবিগঞ্জে ২৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯৯০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ১৭৫ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ১৯২ জন, হবিগঞ্জে ৯২২ জন ও মৌলভীবাজারে ৭০১ জন।