নিজস্ব প্রতিবেদক :: সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে বুধবার (৫ আগস্ট) নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২১ জন, সুনামগঞ্জের তিনজন এবং মৌলভীবাজারের ১৫ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ২৭৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৪৭২ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫৫৩, হবিগঞ্জে ১ হাজার ২২৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ২৫ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আর বুধবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১১, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
অন্যদিকে সিলেট বিভাগের ৩ হাজার ৬২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১১২৫, সুনামগঞ্জে ১ হাজার ১৫০, হবিগঞ্জে ৭৬৫, মৌলভীবাজারে ৫৮৩ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
সিলেটবিবিসি / ৬ আগস্ট ২০ / – –