নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ২৮ জন। তবে শেষ ২৪ ঘন্টায় বিভাগে কারো মৃত্যু ঘটেনি।
সব মিলিয়ে সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৭৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ৪২ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ১৬২ জন, হবিগঞ্জে ৮৯৩ জন ও মৌলভীবাজারে ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে নতুন করে শনাক্ত ১২২ জনের মধ্যে সিলেট জেলায় ৩৪ জন ও সুনামগঞ্জে ১০ জন। আর হবিগঞ্জে ২৯ ও মৌলভীবাজারে ৪৯ জন। সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে ২০ জন আর মৌলভীবাজারে ৮ জন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ১৩৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ৯৭ জন।
এদিকে গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
সিলেটবিবিসি / ১১ জুলাই ২০ / – –