নিজেস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৭৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে একই সময়ে সুস্থ হয়েছেন ৮৮ জন। এবং গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন আরও ১ জন।
আর নতুন শনাক্ত ৭৭ জনের মধ্যে সিলেট জেলায় ৫৩ জন ও সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জে ১০ জন আর মৌলভীবাজারে ৩ জন।
এবং সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে ৩৫ জন, সিলেটে ২৬ জন এবং মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ২৭ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানপ্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এদিকে, সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৯৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৮০৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৭২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলে সিলেট বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৮ হাজার ৪৬ জন। আর মৃত্যুবরণ করেছেন ১৮৮ জন।
সিলেটবিবিসি/ ২ সেপ্টেম্বর ২০/রাকিব