1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১২:১৫ পূর্বাহ্ন

সিলেটে স্প্রে মেরে প্রবাসীর বাসায় ডাকাতি, ১৫ জন অজ্ঞান

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : ডিসেম্বর, ২০, ২০২০, ১২:০৮ pm

 • প্রথীকী ছবি

  সিলেট নগরীর ফাজিলচিশত এলাকার একটি বাসায় চেতনানাশক ওষুধ স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্প্রে করার ফলে অন্তত ১৫ জনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের জ্ঞান ফিরলেও শারীরিকভাবে বেশ অসুস্থ।

  জানা গেছে, ফাজিলচিশত এলাকার কানাডা প্রবাসী আলাউর রহমান চৌধুরীর ২২/১ নং বাসার ৩য় তলায় ভাড়াটে থাকেন এক সৌদিআরব প্রবাসী ও ব্যাংক কর্মকর্তাসহ বেশ কয়েকটি পরিবার।

  শনিবার দিবাগত (২০ ডিসেম্বর) গভীর রাতে একদল ডাকাত ওই তৃতীয় তলার সৌদিপ্রবাসীর রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চেতনানাশক ওষুধ স্প্রে করে সবাইকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকাসহ মালামাল লুটে নেয়। লুট হওয়া মালামালের টাকার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

  স্থানীয়রা জানান, রোববার জোহরের নামাজের সময় প্রতিবেশীরা তৃতীয় তলার সকল ঘরের দরজা-জানালা বন্ধ এবং রান্নাঘরের জানালার গ্রিয় ভাঙা দেখে বিষয়টি জানতে পারেন। পরে অজ্ঞান অবস্থায় অন্তত ১৫ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিা করা হয়। এর মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

  বেলা দেড়টার দিকে স্থানীয়া সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় খবর দেন।

  সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/ডিসেম্বর ২০,২০২০

   

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ