নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৮৮ জন করোনা শনাক্ত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বিভাগের ৩ জেলার আরও ৮৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬ শিশু ও ৪ জন চিকিৎসক রয়েছেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান- আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার ৬১ জন রয়েছেন। এছাড়া হবিগঞ্জ জেলার ১৯ জন ও মৌলভীবাজারের ৮ জন।
এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিসিআর ল্যাবে আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২২ জনই সিলেট জেলার এবং বাকিরা সুনামগঞ্জের।
সিলেটবিবিসি / ১৮ জুলাই ২০ / – –