নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সরকার করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশের বিভিন্ন কারাগার থেকে প্রায় তিন হাজার কারাবন্দীকে মুক্ত করার উদ্যোগ নিয়েছে। এ প্রক্রিয়ায় সিলেট থেকে এ পর্যন্ত ১৩ জন কারাবন্দী মুক্ত হলেও ‘মুক্ত হাওয়ার’ স্বাদ নিতে অপেক্ষায় আরো ২০ জন কারাবন্দী।
করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে বিশ্বব্যাপি নির্দিষ্ট সংখ্যক কারাবন্দীদের মুক্ত করে দিচ্ছে বিভিন্ন দেশের সরকার। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সারাদেশের কারাগার থেকে তিনি হাজারের কারান্দীকে মুক্ত করার প্রক্রিয়ায় সিলেট থেকে মুক্তি পাচ্ছেন ৩৩ জন কারাবন্দী।
সিলেট কারাগার সুত্রে জানা গেছে, এ পর্যন্ত তিন দফায় ১৩ জন বন্দীকে মুক্ত করা হয়েছে। প্রথম দফায় ২ জন, ২য় দফায় ২ জন এবং ৩য় দফায় মুক্ত হন ৯ জন কারা বন্দী।
কারা সুত্র জানিয়েছে, ২য় দফায় ৬ জন এবং ৩য় দফায় ২৫ জনের মুক্তির কথা থাকলেও জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় দ্বিতীয় দফার ৪ জন ও তৃতীয় দফার ১৬ জনসহ মোট ২০ বন্দি মুক্তি পাননি।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, জরিমানার অর্থ পরিশোধ করেই এই ২০ কারাবন্দী মুক্ত হতে কোন বাঁধা নেই। তিনি আরো জানান, এই ২০জন সহ সিলেট কারাগার থেকে মোট ৩৩জন কারাবন্দী মুক্তি পাচ্ছেন।