সিলেটের কদমতলীতে বোমা হামলার ঘটনায় জেএমবি নেতা আব্দুল আজিজকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৩ ডিসেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারক মোমিনুন্নেসা এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।
রায় ঘোষণার সময় আদালত নিজ পর্যবেক্ষণে বলেন, আসামি আব্দুল আজিজ বিভিন্ন সময় ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। একই সাথে সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের সাথে তার সম্পৃক্তরার বিষয়টি আজিজ স্বীকার করেছে। এই ধরণের সন্ত্রাসবাদ দেশ ও সমাজের জন্য ক্ষতিকর।
আদালত ও সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমরি জঙ্গিরা সারাদেশের মতো সিলেটের ১৩টি এলাকায় বোমার বিস্ফোরণ ঘটায়।
বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সিলেটের আদালতপাড়া, জেলা প্রশাসকের কার্যালয়সহ জণগুরুত্বপূর্ণ এলাকা। প্রতিটি বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতায় বিস্ফোরক আইনে পৃথক মামলা করে পুলিশ।
এরমধ্যে সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকায় হামলার ঘটনায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার চার্জগঠন হয় ২০১৪ সালের ২৭ মে।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/ডিসেম্বর ১৩,২০২০