করোনা থেকে মুক্ত থাকতে সচেতনতামূলক কার্যক্রমের অন্যতম একটি কাজ হচ্ছে সাবান পানি দিয়ে নিয়মিত হাত ধোয়া। স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেকে নিরাপদ রাখতে হবে। এর জন্য সবাইকে আরও সচেতন হওয়ার আহবান জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর জিন্দাবাজার সরকারী কিন্ডার গার্ডেন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে নগর পর্যায়ে হাত ধোয়া কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক মেয়র এসব কথা বলেন।
স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও করোনাকালিন সচেতনতা নিয়ে পরামর্শ দেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক নাসিমা আক্তার চৌধুরী, ইউএনডিপির সিলেট টাউন ম্যানেজার জিয়াউল কবীর। পরে প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীরা শিশু ও অভিভাবকদের উদ্দেশ্যে আদর্শ হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শনী করেন।
এছাড়া সিলেট সিটি কর্পোরেশনে ইউএনডিপির ‘প্রান্তিক জনগোষ্ঠিতর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় দারিদ্র হ্রাসকরণ কার্যক্রমের আওতায় জিন্দাবাজার সরকারী কিন্ডার গার্ডেন স্কুলে হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করা হয়।
প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া পালিত হয়। ‘সকলের হাত, সুরক্ষিত থাক’ শ্লোগান নিয়ে এবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। সাধারণ মানুষকে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এ দিবসটি পালিত হয়ে থাকে।
বিশ্ব পানি সপ্তাহে সুইডেনের স্টোকহোমে ২০০৮ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া অংশীদার (জিএইচপি) বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি উদযাপন করে। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারিখটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেয়।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর১৫,২০২০