সিলেটবিবিসি ডেস্ক :: নগরীর মজুমদারি এলাকা থেকে সানন্দা মল্লিক (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
রোববার (২৩ আগস্ট) দুপুরে খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করে।
তিনি মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার কনস্টেবল বাসুদেব মল্লিকের স্ত্রী। তাদের ১০ বছর ও ৩ বছরের দুই মেয়ে রয়েছে।
ঠিক কী কারণে তিনি ‘আত্মহত্যা’ করেছেন সে বিষয়টি এখনও খোলাসা নয়। পুলিশ বলছে তিনি মানসিক রোগে ভুগছিলেন। এ নিয়ে রহস্য দেখা দিয়েছে।
পুলিশ জনান, কনস্টেবল বাসুদেব মল্লিক ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে বিমানবন্দর থানাধীন মজুমদারি এলাকার ৮ নম্বর বাড়ির ৪র্থ তলায় বসবাস করে আসছেন। আজ রোববার ভোরের কোনো এক সময় সানন্দা পরিবারের সবার অগোচরে বসতঘরের ড্রইং রুমে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে ‘আত্মহত্যা’ করেছেন।
আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সানন্দা মানসিক রোগে ভুগছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ভোরের দিকে বিছানায় সানন্দাকে না পেয়ে তার স্বামী বসতঘরের অন্যান্য কক্ষে তার খোঁজ করতে থাকেন। এ সময় ড্রইং রুমের ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
বিমানবন্দর থানার এসআই লোকমান হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
সিলেটবিবিসি/২৩ আগস্ট২০ /রাকিব