নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৩২ জন করোনা শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
এদিকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সিলেটের চার জেলার আরও ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) নতুন করে বিভাগের এই ৯৩ জন পজিটিভ ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। তিনি জানান- ওসমানীর ল্যাবে বৃহস্পতিবার ২৮২ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে সিলেট জেলার ৩২ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ২৩ জন এবং মৌলভীবাজার জেলার ৩৫ জন রয়েছেন।
তিনি জানান, সিলেট জেলায় নতুন শনাক্তদের মধ্যে ২১ জনই সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ জন, ওসমানীনগরের ২ জন, বিশ্বনাথের ২ জন এবং গোয়াইনঘাট, বিয়ানীবাজার, কানাইঘাট ও বালাগঞ্জ উপজেলার একজন করে রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৩৯ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এর মধ্যে সুনামগঞ্জের ১৭ ও সিলেটের ২২ জনের শনাক্ত হয়েছে।
সিলেটবিবিসি / ১৭ জুলাই ২০ / – –