নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় সিলেটেও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। আজ আক্রান্ত হোন নতুন ৩ জন।
সিলেট ওসমানী মেডিকেল কলজে ল্যাবে প্রতিদিনের ন্যায় আজও অনেকের নমুনা পরিক্ষা করা হয় এবং এদের মধ্য থেকে ৩ জনের শরিরে করোনা সনাক্ত হয়।
এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
করোনা আক্রান্ত নতুন ৩ জন সিলেটের পৃথক ৩ উপজেলা -সদর উপজেলা, জকিগঞ্জ উপজেলা এবং কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সারাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩,১৩৪ জন এবং নতুন ৩ জন নিয়ে সিলেট বিভাগে ২৬৪ জনে দাঁড়ালো।