1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৮:২০ অপরাহ্ন

সিলেটে করোনা শনাক্ত আরো ৬৬ জন

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : জুলাই, ১৯, ২০২০, ৬:০৩ am

 • নিজস্ব প্রতিবেদক :: সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে আরও ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৮ জুলাই) কলেজের ল্যাবে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলার বাসিন্দা।

  বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলার ২৩ জন, মৌলভীবাজার জেলার ২৮ জন এবং সিলেট জেলার ১৫ জন।

  এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫৯৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪২৪, সুনামগঞ্জে ১২৮০, হবিগঞ্জে ১০৫৫, মৌলভীবাজারে ৮৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

  আর প্রথমদিকে করোনাভাইরাসে রোগী মৃত্যুর হার কম থাকলেও বর্তমানে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। সিলেট বিভাগে এ পর্যন্ত ১১৬ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরমধ্যে সিলেট জেলা ৮৬ জন, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ১২, মৌলভীবাজারে ১০ জন রোগী মারা গেছেন।

  অন্যদিকে করোনাভাইরাস জয় করে সিলেট বিভাগের ২৫৫৬ জন রোগী বাড়ি ফিরছেন। এরমধ্যে সিলেট জেলায় ৭৫৮, সুনামগঞ্জে ৯২২, হবিগঞ্জে ৪৬৭, মৌলভীবাজারে ৪০৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

  সিলেটবিবিসি /১৯ জুলাই ২০ / – –

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ