নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসায় ৬ষ্ঠ হাসপাতাল হিসেবে প্রস্তুত হচ্ছে নগরীর সুবহানীঘাটের পপুলার হাসপাতাল। আগামি বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু হবে।
সিলেট সিটি কর্পোরেশণের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে এই হাসপাতালকে করোনা রোগীদের সেবায় প্রস্তুত করা হয়েছে বলে মেয়রের ঘনিষ্টজন সুত্রে জানা গেছে। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সচিব ডা. জাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ৩০টি বেডে রোগীদের ভর্তি করা হবে এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী রোগী ভর্তি সংখ্যা বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
সিলেটে করোনা মহামারীর শুরু থেকেই নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা সেবা শুরু হলেও পরবর্তীতে স্থান সংকুলান না হওয়ায় আরো দুটি প্রাইভেট হাসপাতালেও করোনার চিকিৎসা সেবা চালু করা হয়। তবে, দক্ষিণ সুরামার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা ব্যায়বহুল হওয়ায় সরকারিভাবে খাদিম্পাড়াস্থ শাহপরান হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা শুরু করা হয়েছে। এছাড়া সরকারীভাবে প্রস্তুত রাখা হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালকেও।
এই পাচটি হাসপাতাল ছাড়াও ৬ষ্ঠ হাসপাতাল হিসেবে সিটি কর্পোরেশনের উদ্যোগে যাত্রা শুরু করলো পপুলার হাসপাতাল। হাসপাতালে রোগীদের চিকিতসায় নামমাত্র মূল্য রাখা হবে। হাসপাতাল থেকে করোনা আক্রান্তদের চিকিৎসায় কিছু পরিমাণ ঔষধ প্রদান করা হবে। বাকী ঔষধ রোগীকে কিনতে হবে বলে জানা গেছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে মেয়র আরিফের মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সিলেটবিবিসি২৪/১৩ জুলাই ২০২০/এমকে-এম