1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১১:২৪ পূর্বাহ্ন

সিলেটে করোনায় আরো ৪ জনের মৃত্যু

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : জুলাই, ২৪, ২০২০, ৯:৩১ am

 • নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরো চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলার তিনজন এবং সুনামগঞ্জ জেলার একজন। আর নতুন এ চারজন নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৯ জন। এরমধ্যে সিলেটে ৯৫ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারের ১০ জন।

  শুক্রবার (২৪ জুলাই) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

  এদিকে সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা। গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রতিদিনই বাড়ছে রোগী।

  সর্বশেষ শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৪৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৮৭৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৭৭, হবিগঞ্জে ১ হাজার ৯৩ এবং মৌলভীবাজারে ৮৯৮ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

  অন্যদিকে সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে সুস্থ রোগী সংখ্যা। গত ২৭ এপ্রিল বিভাগে প্রথম সুনামগঞ্জে দুই রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফেরেন। এরপর প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলার রোগীরা করোনা জয় করে বাড়ি ফিরছেন।

  সবশেষ শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগের ৩ হাজার ২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৯৬৫, সুনামগঞ্জে ১০৪৩, হবিগঞ্জে ৫৪০, মৌলভীবাজারে ৪৭২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

  সিলেটবিবিসি / ২৪ জুলাই ২০ / – –

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ