আবারও সিলেটের কুলাউড়াস্থ ভাটেরা এলাকায় এলাকায় মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকাল ৪ টা ৫৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুনাসের মো. রাসেল।
তিনি জানান, আজ বুধবার বিকেল ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়া অভিমুখে যাত্রা করা মালবাহি ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ভাটেরা রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আপাতত উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি।
এর আগে, গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাওয়ে একটি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ২৩ ঘন্টা বন্ধ ছিলো।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/নভেম্বর ১১,২০২০