নিজস্ব প্রতিবেদক :: ঈদের তিন দিনের ছুটি শেষ হয়েছে। তাই সোমবার (৩ আগস্ট) থেকে সিলেটে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বীমার কার্যালয়ও। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয় গতকাল রোববার।
গত শুক্রবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। শনিবার পালিত হয় ঈদুল আজহা। রোববারও ছিল ঈদের ছুটি। যদিও শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি।
ঈদের ছুটি শেষে সোমবার সিলেটে অফিসপাড়ায় যোগ দেন কর্মজীবীরা। বিশেষ করে যারা সিলেট শহরেই ঈদ করেছেন তারা যোগ দিয়েছেন। তবে বিভাগের বিভিন্ন স্থানে গ্রামের বাড়িতে গিয়ে যারা ঈদ করেছেন তাদের ফিরতে বাড়তি ২-১ তিন লেগে যেতে পারে।
আর অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। কারণ- অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন। তারা যোগ দেবেন আরও কিছুদিন পর।
তবে অফিসপাড়ার প্রথম দিন চলছে শুধুই আনুষ্ঠানিকতা আর ঈদের শুভেচ্ছা বিনিময়। একইভাবে সিলেটের ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হচ্ছে না।
এবিষয়ে নগরীর উপশহরের বাসিন্দা হুসেন আহমদ বলেন, আজ জমি সংক্রান্ত একটি কাগজ তুলতে গিয়েছিলাম রেজিস্ট্রারি অফিসে, কিন্তু কাজ হয় নাই। কর্মকর্তা ছুটিতে। ঈদের ছুটি শেষ হয়েছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি কম।
সিলেটবিবিসি / ৩ আগস্ট ২০ / – –