1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
সোমবার, ০১ মার্চ ২০২১, ১০:৩৩ অপরাহ্ন

সিলেটের পরিবহন নেতা ফলিক বহিষ্কার

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : জুলাই, ১০, ২০২০, ৬:১৪ am

 • নিজস্ব প্রতিবেদক :: নানা অপর্কমে আলোচিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিককে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল তিনটায় শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির এক সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিস্কার করা হয়।

  বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মুহিত। তিনি বলেন, টাকা আত্মসাত, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগের প্রেক্ষিতে সংগঠনের সদস্যরা এ সিদ্ধান্ত নেন।

  এর আগে গত ২ জুন বিকেলে শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা নিয়ে বিবাদের জেরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শ্রমিকদের দু’পক্ষ। এতে আহত হয় অন্তত ৩০ জন শ্রমিক। ভাংচুর হয় কয়েকটি যানবাহন।

  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক শ্রমিক কল্যাণ ফান্ডের ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন- এমন অভিযোগে বেশ কিছুদিন ধরেই বিবাদে জড়িয়েছে শ্রমিকদের দুটি পক্ষ। গেলো ঈদের আগে করোনা পরিস্থিতিতে বিপদগ্রস্ত শ্রমিকদের আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এসময় অর্থ আত্মসাতের অভিযোগটি সামনে আসে।

  এরপর সংঘর্ষের এতদিন পর ৩ জুন সিলেটের কদমতলীতে কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। দক্ষিণ সুরমা থানায় পুলিশের পক্ষে একজন উপ-পরিদর্শক বাদী হয়ে অজ্ঞাতনামা পনেরশো’র অধিক লোকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

  সিলেটবিবিসি / ১০ জুলাই ২০ / – –

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ