1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
বুধবার, ১২ মে ২০২১, ০২:৩২ পূর্বাহ্ন

সিএমএইচে নেয়া হলো এমপি আবু জাহিরকে

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : অক্টোবর, ২৮, ২০২০, ৬:৪১ am

 • প্রতিনিধি,হবিগঞ্জ :: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সংসদ সদস্য (এমপি) ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরকে হেলিকপ্টারযোগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ১০ টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় হেলিকপ্টারটি।

  হেলিকপ্টারে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ডা. আশরাফুল, এমপি আবু জাহিরের ছোট ভাই বদরুল আলম ও ব্যক্তিগত সহকারী সুদীপ দাস রয়েছেন।

  জানা যায়, গত ২৫ অক্টোবর নমুনা পরীক্ষার জন্য দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। এরপর এক রাত তিনি নিজ বাসভবনেই ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে সিএমএইচে নেওয়া হচ্ছে।

  একজন সাহসী সাংসদ এমপি আবু জাহির দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে আট মাস ধরে তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। দিনরাত ঘুরেছেন অদৃশ্য এ শত্রুর মোকাবিলায়। সাহস যোগাচ্ছিলেন সবাইকে। করোনায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়া মানুষদের বাড়ি বাড়ি সরকারি ও নিজের পক্ষ থেকে সহায়তাও পৌঁছে দিচ্ছিলেন।

  এদিকে সাংসদের রোগমুক্তি কামনায় জেলার বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে।

  সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর ২৮,২০২০

   

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ