হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সোমবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এ পৌরসভায় মেয়র পদে ৪ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ফরিদ আহমেদ অলি।
অন্যদিকে, নির্বাচনে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো. রজব আলী উটপাখি প্রতীকে ৪৭৮, ২নং ওয়ার্ডে মো. আব্দুল জলিল উটপাখি প্রতীকে ৮৯০, ৩নং ওয়ার্ডে মো. মাসুক মিয়া পাঞ্জাবী প্রতীকে ৯১৮, ৪ নং ওয়ার্ডে জালাল উদ্দিন মোহন পাঞ্জাবী প্রতীকে ৫৬৪, ৫নং ওয়ার্ডে মো. আব্দুল গফুর পানির বোতল প্রতীকে ৫৩৫, ৬নং ওয়ার্ডে মো. পাহিন হোসেন পাঞ্জাবী প্রতীকে ৬১৯, ৭নং ওয়ার্ডে মোহাম্মদ তাহির মিয়া খান উটপাখি প্রতীকে ৮২২, ৮নং ওয়ার্ডে আব্দুল আহাদ পাঞ্জাবী প্রতীকে ৪১০ এবং ৯নং ওয়ার্ডে আব্বাস উদ্দীন পানির বোতল প্রতীকে ৭১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে (১,২,৩) মোছা. আছমা আক্তার বলপেন প্রতীকে ১২৩২, ২নং ওয়ার্ডে (৪,৫,৬) আফসানা ডলি টেলিফোন প্রতীকে ১৪৮৩, এবং ৩নং ওয়ার্ডে (৭,৮,৯) তহুরা খাতুন চশমা প্রতীকে ১৮৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/ডিসেম্বর২৯,২০২০