প্রতিনিধি, হবিগঞ্জ :: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসের পেছনে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ গোল চত্তর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত দুইজনই পুরুষ বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ জানান- বেলা ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব ১১-০৭৭১) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়ায়ে থাকা ‘ঢাকা এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব ১১-১৫৬৯) যাত্রীবাহী বাসকে পিছন দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পথচারি নিহত হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্তারিত আসছে…….
সিলেটবিবিসি /৪ আগস্ট ২০ / রাকিব