নিজেস্ব প্রতিনিধি,শায়েস্থাগঞ্জ :: হবিগঞ্জ জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডের শূন্য আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২০ অক্টোবর) শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়েছে।
উপ নির্বাচনে ভোট প্রয়োগ করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ, নুরপুর ইউনিয়ন পরিষদ, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদ ও বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা।
হবিগঞ্জ জেলা পরিষদের ১০ নং ওয়ার্ড উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন প্রার্থী, যেখানে রয়েছিলেন ৮১ জন ভোটার।
জানা যায়, শতভাগ ভোট কাস্টিং হয়েছে, এবং সুসঠ ভাবে ভোট গ্রহন করা হয়েছে। ৮১ জন ভোটারের মধ্যে আব্দুল্লাহ সরদার হাতি মার্কা নিয়ে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদন্ধী জালাল উদ্দিন রুমি তালা মার্কা নিয়ে ২৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এবং আব্দুল ওয়াহেদ টিউওবয়েল মার্কা নিয়ে পেয়েছেন ১৫ ভোট ও মাদানী সিএনজি মার্কা নিয়ে পেয়েছেন ৬ ভোট।
জেলা পরিষদের উপ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো, মুজিবুর রহমান।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর ২০,২০২০