প্রতিনিধি,হবিগঞ্জ :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই সিএনজিচালিত অটোরিকশা বোঝাই চোরাই চা-পাতা উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় এগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই কমলা কান্তের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হাসপাতাল সড়কে অভিযান চালায়। এ সময় ৪৩০ কেজি চোরাই চা-পাতা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ১ লাখ ২৯ হাজার টাকা। চোরাই মালামাল বহনের কাজে ব্যবহৃত দু’টি সিএনজিচালিত অটোরিকশাও আটক করেছে পুলিশ।
চোরাই চা-পাতা পাচারের অপরাধে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রমাপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. মোতাব্বির (২৯) ও মাধবপুর উপজেলার কড়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মো. রফিক মিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/নভেম্বর ২২,২০২০