ডেস্ক :: ঠিকানা বিহীন অনলাইন নিউজ পোর্টাল রয়েল সিলেটের বিরুদ্ধে থানায় জিডি করেছেন সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক যুবলীগ নেতা ইকলাল আহমদ। তাকে জড়িয়ে সংবাদ প্রচারের দায়ে এ ব্যবস্থা নেন তিনি।
জিডিতে উল্লেখ করা হয়, শনিবার সকালে ‘চেঙ্গের খাল নদীতে যুবলীগ নেতা ইকলালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে রয়েল সিলেট। প্রতিবেদনটি অসত্য ও চরম মানহানীকর দাবি করেন যুবলীগ নেতা ইকলাল। এ দাবিতে শনিবার রাতে সিলেট এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৬৫৫) করেন তিনি।
শনিবার রাতে দায়িত্বরত এয়ারপোর্ট থানার অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেটবিবিসি / ১৯ জুলাই ২০ / – –