সিলেট বন্দর বাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে থাকা এএসআই আশেক এলাহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশেক এলাহি জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তখন তার বুকে ব্যথা শুরু হয়। পরে থাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেসময় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। একইসাথে তার উচ্চ রক্তচাপও ধরা পরে।
বর্তমানে তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানান মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেটের অতিরিক্ত চিফ মহানগর ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান পুলিশ ফাঁড়ির এএসআই আশেক এলাহির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে ২৮ অক্টোবর রাতে পুলিশ লাইন্স থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার দেখায় পিবিআই।
গত ১১ অক্টোবর ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে।
এ ঘটনায় ১১ অক্টোবর দিবাগত রাতে নিহত রায়হানের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজন আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর ০২,২০২০