পুলিশি নির্যাতনে যুবক মৃত্যু, এমসি কলেজসহ সারাদেশে ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ষকদের আশ্রয় প্রশ্রয় দাতাদের বিচারের দাবিতে আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মশাল মিছিল করবে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, সিলেট।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই কর্মসূচির কথা জানান ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, সিলেটের নেতৃবৃন্দ।
সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতন করে রায়হানকে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই ঘটনায় কয়েকজন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, আমরা বলতে চাই শুধু বরখাস্ত নয় এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। দেশে এখন যে বিচারহীনতার সংস্কৃতি চলছে তার প্রতিবাদে আমরা কাল মশাল মিছিলের ডাক দিয়েছি।’
এসময় তারা সারাদেশে ধর্ষণকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তি , ধর্ষকদের আশ্রয় প্রশ্রয় দাতাদের বিচার দাবি করেন। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার আহবানও জানান তারা।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর১৩,২০২০