সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের মা সালমা বেগমকে দুই লাখ টাকা প্রদান করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
মঙ্গলবার( ২০ অক্টোবর) নগরীর আখালিয়া এলাকায় রায়হানের বাড়িতে গিয়ে ‘মোমেন ফাউন্ডেশন’র পক্ষ থেকে এই টাকা উপহার হিসেবে প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী।
এসময় রায়হানের মেয়ে আলফাকে কোলে নিয়ে আদর করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, রায়হান হত্যার সুষ্ঠু বিচার হবে। এ ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক। পরে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। এই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে হেফাজতে মৃত্যু আইনে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর ২০,২০২০