সম্মানী ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে মৌলভীবাজারে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পোষ্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন জেলা শাখা।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে শহরের পোষ্ট অফিসের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পোষ্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন জেলা সভাপতি অনন্ত চন্দ্র দত্ত, পাগুলিয়া বিও জিয়াউর রহমান, দশকাউনিয়া বিও আব্দুল করিম, লামুয়া বিও রাহেলা বেগমসহ অনেকে।
এসময় তারা ভাতা বৃদ্ধি, প্রতিনিধি সমাবেশ, ই.ডি কর্মচারীদের বয়সীমা নির্ধারণ, দুটি উৎসব ও বৈশাখি ভাতা প্রদান, ই.ডি ফান্ডে সরকারি বরাদ্ধ প্রদান, শূন্যপদ পূরণ, পোশাক প্রদান, কমিটি গঠন ও নাইট গার্ড প্রদানের দাবী জানান।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর ১৮,২০২০