1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
মঙ্গলবার, ১১ মে ২০২১, ১০:৫২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে অটোরিকশা শ্রমিকদের মানববন্ধন

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : সেপ্টেম্বর, ৯, ২০২০, ১১:০৯ am

 • নিজেস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারে পরিবহন শ্রমিকদের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অটো রিক্সায় গ্রীল স্থাপনের নির্দেশনা, অনটেস্ট গাড়ী চলাচলে স্টিকার ব্যবসা, রং পার্কিং এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে পরিবহন শ্রমিক ইউনিয়ন।

  বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধনের আয়োজন করে মৌলভীবাজার জেলা অটোরিক্সা, মিসুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। মানব বন্ধনে জেলার সহস্রাধিক চালক রাস্তার পাশে সিএনজি অটোরিক্সা রেখে প্রতিবাদ ও মানববন্ধনে অংশ গ্রহন করে। এসময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা পাবেল আহমেদ, আজিজুল হক সেলিম সহ অন্যন্যরা।

  প্রতিবাদ সভায় বক্তারা বলেন,গাড়ির দরজা লাগানো, অনটেস্ট গাড়িতে টিকার সিস্টেম বাতিল ও যত্রতত্র পার্কিং করার নামে জরিমানা প্রথা বাতিল ও পুলিশের হয়রানি বন্ধ করতে হবে, অন্যতায় তারা কঠোর আন্দোলন ও কর্মসূচীর ডাক দেবেন।

  মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

  সিলেটবিবিসি/ ৯ সেপ্টেম্বর ২০ /রাকিব

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ