জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে দেশব্যাপী ১ কোটি গাছ লাগানো হবে।আর এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মো. মন্ত্রী শাহাব উদ্দিন।
আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) গণভবনে একটি তেঁতুল ও একটি ছাতিম গাছ রোপণ করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
আজ রোববার (১২ জুলাই ) জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।
বন মন্ত্রী জানান, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃক্ষরোপণ মৌসুমে সুবিধাজনক সময়। এই সময়ে দেশের ৪শত ৯২টি উপজেলার ২০ হাজার ৩২৫ টি করে গাছের চারা রোপণ করা হবে। এসব গাছের মধ্যে দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ থাকবে। তবে পঞ্চাশ শতাংশের বেশি থাকবে ফলজ গাছ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
সিলেটবিবিসি / ১২ জুলাই / রাকিব