প্রতিনিধি,হবিগঞ্জ :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যেগে মৎস্য কর্মকর্তা আলম কতৃক মাছরাঙা টেলিভিশন হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও বাংলা নিউজ ২৪.কম এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি বদরুল আলমের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্টিত হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সেন্টু আহমেদ জিহানের সভাপতিত্বে ও আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তোফাজ্জল আহমেদ অনিকের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে উপস্হিত ছিলেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এবায়দুর রহমান রাসেল, যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম , সহ-সভাপতি ফরহাদ চৌধুরী, সহ সভাপতি আবু হেনা ,ক্রীড়া সম্পাদক কামরুল হাসান কুহিন, সাংবাদিক এনামুল হক মিলাদ।
আরো উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সেন্টু আহমেদ জিহান, সহ সভাপতি লাউস মিয়া, সাধারন সম্পাদক তোফাজ্জুল আহমেদ অনিক, রাইসুল ইসলাম নাঈম,রুজেল আহমেদ, একে কাউসার সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালের প্রায় অর্ধশতাধিক সাংবাদিক বৃন্দ ।
মানববন্ধনে বক্তারা অতিসত্বর এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা সহ হবিগঞ্জের দুই সাংবাদিকের উপর করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানায়, তারা আরো জানায় তাদের দাবী পূরন না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে।
সিলেটবিবিসি/রাকিব