প্রেস বিজ্ঞপ্তি :: সুলতানুল আরেফিন,কুতবুল আউলিয়া শাহ সূফী আল্লামা শিঙ্গাইরকুড়ি ছাহেব (রহ.) ৪০ তম ঈসালে সাওয়াব মাহফিল ১ জানুয়ারী ২০২১। প্রত্যেক বছরের ন্যায় শিঙ্গাইরকুড়ি ছাহেব বাড়িতে অনুষ্ঠিত হবে মাহফিল। মাহফিলকে ঘিরে চলছে প্রস্তুতি। তবে করোনার কারণের এবার হচ্ছে সল্প পরিসরে।
শুক্রবার সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত বাৎসরিক ঈসালে সাওয়াব মাহফিলে দেশ-বিদেশের উলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ বক্তব্য রাখবেন।
মাহফিলে শিঙ্গাইরকুড়ি ছাহেব (র.) এর মুরিদীন মুহিব্বীন ও সর্বস্তরের ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন। স্বাস্থ্য বিধি মেনে মাহফিল সফলের জন্য ঈসালে সাওয়াব বাস্তবায়ন পরিষদ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেতেছেন।
উল্লেখ্য ১৯৮১ সালের ১৩ ই অক্টোবর পরপারে পাড়ি জমিয়েছিলেন আল্লামা শিঙ্গাইরকুড়ি ছাহেব (রহ.)। জীবন ভর দ্বীনের খেদমত করে যান এ মহা মনীষী।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/ডিসেম্বর২৮,২০২০