এস এম রাকিব, মাধবপুর:: হবিগঞ্জের মাধবপুরে শাহজিবাজার স্পোর্টিং ক্লাবের আয়োজনে ‘মুজিব জন্মশতবার্ষিকী’ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইয়্যুথ চ্যালেঞ্জার্স।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ২টা থেকে উপজেলার শাহজিবাজার বড় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাঘাসুরা ডমিনেটকে ৬ উইকেটে হারিয়ে ইয়্যুথ চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির খানের সভাপতিত্বে খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আনু মোহাম্মদ সুমন, মাধবপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা, সুতাং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া রায়হান, ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ, মো. কাজল মিয়া, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, সজল তালুকদার, বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ‘মুজিব জন্মশতবার্ষিকী’ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-এর উদ্বোধন করেন বাঘাসুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আমির আলী জাদু। এরপর মার্চ মাসে দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে টুর্নামেন্টটি স্থগিত রাখা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ৮ মাস পর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিব জন্মশতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’-এর আয়োজন করে শাহজিবাজার স্পোর্টিং ক্লাব।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/নভেম্বর ১৩,২০২০