প্রতিনিধি,হবিগঞ্জ :: হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনিপ)র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর বিএনিপর অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির আহ্বায়ক পৌর কাউন্সিলর আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান মানিক, পৌর বিএনিপর যুগ্ম আহ্বায়ক ফিরোজ, পৌর কাউন্সিলর বাবুল হোসেন, বিএনপির নেতা সাবেক কাউন্সিলর শাহজাহান চৌধুরী টিটু, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, মশিউর রহমান মুর্শেদ, যুবনেতা আফজল, জসিম শিকদার, ছাত্র নেতা আমান প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠিত হয়।
সিলেটবিবিসি/১ সেপ্টেম্বর ২০/ রাকিব