শেখ মো. রাকিব,মাধবপুর :: শান্তিপূর্ণভাবেই মাধবপুর উপজেলার শাহজানপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে শাহজানপুর ইউনিয়নের ৯ টি কেন্দ্রে
ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে বেলা সারে ১২ টার পর তেকেই কেন্দ্রে কমতে তাকে ভোটারের সংখ্যা। আর দেরটার পর তেকেই কয়কটি কেন্দ্র ভোটার শূণ্য হয়ে পরে।এরপর বিকাল ৫ টার পর ভোট গননা শুরু হয়।
সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত বার্তা শীটের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শাহজানপুর উপনির্বাচনে ২৪ হাজার ৬’শ ৪৭ জন ভোটারের মধ্যে ১৫ হাজার
৮’শ ৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৫ শতাংশ ভোটার। এর মধ্যে ১৬০ টি ভোট বাতিল হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান জানান, নৌকা প্রতীকে বাবুল হোসেন খাঁন ৭৩০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের র্শীষ প্রতীকে পারভেজ হোসেন চৌধুরী পেয়েছেন ২২৫০ ভোট এবং অপর আরেক প্রার্থী অটোরিক্সা প্রতীকের আফজাল হোসেন পেয়েছেন ভোট।
উল্লেখ্য, গত ২৯ জুলাই এই ইউনিয়নের চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করায় শূণ্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর২০,২০২০