ডেস্ক :: সিলেট নগরীর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরার বখত মজুমদার’র সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) নগরীর মজুমদারী জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিল রেজাউল হাসান কয়েছ লোদি, ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ, বৃহত্তর মজুমদারী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সমাজ সেবক বজলুল রহমান বাবল, সোয়াদ রব চৌধুরী, আজম খান, পাপলু খান, আদনান আহমদ, সাবেক চেয়ারম্যান ফরহাদ রাজা চৌধুরী, রিপন মজুমদার, মহানগর যুবলীগের সাবেক সিনিয়র সদস্য ফারুকুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।
উল্লেখ্য, ঢাকায় স্কয়ার হসপিটালের আকরার বখত মজুমদার এর খাদ্য নালীতে টিউমার অপারেশন করা হয়েছে। তার পরিবারের পক্ষে থেকে সবার কাছে চাওয়া হয়।
সিলেটবিবিসি / ২৩ জুলাই ২০ / – –