সিলেটবিবিসি ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১টার দিকে বড়লেখার পৌর এলাকায় পরিতোষ পাল (৫৫) নামে একজনের মৃত্যু।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ পরিতোষ পাল জানিয়েছেন,বড়লেখায় তাঁর ছেলের বাসায় বেড়াতে এসে মারা যান। মৃত পরিতোষ পাল উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের বাসিন্দা। সরকারি বিধিতে ধর্মীয় রীতি অনুযায়ী শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে তার মরদেহ দাহ করা হয়।
এ বিষয়ে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, অসুস্থ পিতাকে চিকিৎসার জন্য ছেলে তাঁর নিজের বাসায় নিয়ে এসেছিলেন। পরে করোনার প্রতিবেদন আসলে তার রিপোর্ট পজিটিভ আসে। খবর পেয়ে সাথে সাথে ছেলের বাসা লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
সিলেটবিবিসি২৪ডটকম/১৭জুলাই২০২০/রাকিব